তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী সাগর গ্রেফতার, পলাতক ১

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে পৃথক অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম হেরোইনসহ সাগর (৪৩) নামে এক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। ওই সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে আমির হামজা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

১৪ই র্মাচ সোমবার বিকালে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর ও ফরাজিকান্দা লাহরবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা রুজু করেন। যার মামলা নং- ২০(৩)২২ ও ২৩(৩)২২।

থানা সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিদর্শক জেরিন সুলতানাসহ সঙ্গীয় র্ফোস গত ১৪ই মার্চ সোমবার বিকাল ৪টায় বন্দরে মাহামুদনগরের কলাবাগানস্থ একটি লেপ তোষকের দোকানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় মাদক ব্যবসায়ী আমির হামজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর উক্ত দোকানে তল্লাশী চালিয়ে দোকানের দক্ষিন পাশে বেড়া সংলগ্ন তোষকের বাছের ভিতর লুকিয়ে রাখা পলিথিন দিয়ে মোড়ানো ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের করেছে। এ ছাড়াও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পুলিশ পরিদর্শক ওবায়দুল কবীরসহ সঙ্গীয় ফোর্স একই সময়ে বন্দরের ২০ নং ওয়ার্ডের ফরাজিকান্দা লাহরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ একই এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে বন্দরে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী সাগর (৪৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে গ্রেপ্তারকৃত মাদক কারবারি সাগরের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে ১৫ই মার্চ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত