তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে : ডিসি জসিম উদ্দিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেছেন, আমার গ্রামকে সুন্দর করে রাখতে হবে। শহরে যে সুবিধা সেই সুবিধা গ্রামে যেনো পাওয়া যায়। দূর্নীতি মুক্ত করার মাধ্যমে সুশাসন নিশ্চিত করা এই কাজ গুলো যুবকরাই  করতে পারে। যুবকদের এই তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হব।  রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জালকুড়িস্থ যুব উন্নয়ন ভবন হলরুমে  বঙ্গবন্ধু জাতীয় যুবদিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তর নারায়ণগঞ্জ এর উপ পরিচালক এ কে এম শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং বিশিষ্ট ক্রিড়াবিদ আরিফ মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বাসনা আখতার প্রমুখ।

এ সময় জসিম উদ্দিন আরো বলেন, আপনারা অনেকে যুব উন্নয়নে ট্রেনিং নিচ্ছেন কিন্তু ট্রেনিং শেষে তারা আবার চা দোকানে বসে বসে আড্ডা দিচ্ছেন। আপানারা উদ্যোক্তা হতে গিয়ে জমিজমার সমস্যা পড়েন, এরকরম সমস্যা হলে আমর সাথে যোগাযোগ করবেন। এই খানের প্রশিক্ষণ প্রাপ্তদের আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে। আপনাদের জন্য আমাদের দরজা খোলা আছে। আপনাদের প্রশক্ষিণ দিয়েছি এখন আমরা যতই কথা বলি না কেন আপনি যদি ঘুরে না দাড়ান তাহলে আমরা যতই উন্নয়ন করি না কেনো। এই যুব সমাজ কোন কারণে ভেঙ্গে পড়ে যায় তাহলে এই জাতি আর কখনোই দাড়াতে পারবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে।

add-content

আরও খবর

পঠিত