নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের নতুন পালপাড়া শ্রী শ্রী শিব চতুর্দশী উপলক্ষে তারকনাথ ধামে ষষ্ঠ বারের মতো যার যার মনের বাসনা নিয়ে- ভার কাঁধে নিয়ে খালি পায়ে শীতলক্ষ্যা থেকে জল ভরে বাবার মাথায় জল দিবে একই পদ্ধতিতে কলকাতার তারকেশ্বরের ভক্তরা গঙ্গা থেকে জল এনে ঢালে এই অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথানন্দ মহারাজ। আগত অতিথিদের নিয়ে প্রদীপ প্রজ্বলন মধ্য দিয়ে ধামের ভারের চলন শুভযাত্রার উদ্বোধন করেন মহারাজ।
১১ই মার্চ বৃহস্পতিবার বিকালে শহরের নতুন পালপাড়া এলাকায় শ্রী শ্রী শিব তারকনাথ ধাম মন্দিরের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধক অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে । পরে উপস্থিত ভক্তরা ভারের চলন নিয়ে খালি পায়ে শীতলক্ষ্যা নদী থেকে জল ভরে শিবের মাথায় জল ঢালে ।
শ্রী শ্রী শিব তারকনাথ ধামের সাধারণ সম্পাদক অনল পোদ্দার পুলক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযােদ্ধা রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, বিশেষ অতিথি সম্মানিত ট্রাস্টি রেখা রানী গুহ , ট্রাস্টি ববিতা রানী সরকার, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত মন্ডল, নারায়ণগঞ্জ হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের এডি শ্যামল চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক নিমাই দে, নতুন পালপাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, বলদেব জিউর আখড়ার সভাপতি জয় কে রায় চৌধুরী, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ মন্ডল শুভ, মহানগরের সাংগঠনিক সম্পাদক মিঠুন দত্ত বিল্লু প্রমুখ।