তামিমকে আইসিসির জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে নিজের আউট নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেন অধিনায়ক তামিম ইকবাল। সে কারণে জরিমানা গুণতে হচ্ছে তাকে। আউটের সিদ্ধান্ত মানতে না পেরে যে ভঙ্গিতে অসন্তোষ প্রকাশ করেছেন, তাৎক্ষণিকভাবেই সেটি চোখে লেগেছিল অনেকের। খেলা শেষে ম্যাচ রেফারিও জানালেন, অমন আচরণ সঠিক ছিল না। অপরাধ স্বীকার করে নিয়েছেন তামিম ইকবালও। যে কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা হয়েছে বাংলাদেশ অধিনায়কের। নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তবে তিনি আউট ছিলেন না- এমন মতে এখনও অনড় তামিম।

ঘটনা তৃতীয় ওয়ানতে বাংলাদেশ ইনিংসের দশম ওভারে। দুশমান্ত চামিরার অফস্ট্যাম্পের বাইরের বল খেলতে গিয়ে মিস করেন তামিম। বল উইকেটরক্ষকের গ্লাভসে জমা পরে। শ্রীলংকার উইকেটরক্ষক এবং বোলার চামিরা হালকা আবেদন করেন, তবে তাদের আবেদন জোড়ালো ছিল না। তামিমকে আউট দিয়ে দেন আম্পায়ার।

পরে অসন্তোষ প্রকাশ করে রিভিউ নেন তামিম। রিপ্লেতে দেখা যায় তামিমের ব্যাট লেগেছিল মাটিতে। ব্যাট বলে লেগেছিল কিনা সেটা ভালো করে বুঝা যাচ্ছিল না, আবার লাগেনি সেটাও ভালোভাবে বুঝা যাচ্ছিল না। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত আর বদলাননি।

তামিম অসন্তোষ প্রকাশ করতে করতে মাঠ ছাড়েন। ম্যাচ শেষেও বলেছেন, আমি শতভাগ নিশ্চিত আমার ব্যাটে বল লাগেনি। এভাবে অসন্তোষ প্রকাশে আপত্তি আইসিসির।

২৮ই মে শুক্রবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে তামিম ইকবালের বাংলাদেশ। যেখানে ২৮৭ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমেই নাঈম শেখ ও সাকিব আল হাসানকে হারায় স্বাগতিকরা। এরপর তামিমের ব্যাটে বিপর্যয় কাটানোর চেষ্টা করে দল। কিন্তু দুশমন্থ চামিরার বলে আউট হয়ে ফিরে যান অধিনায়ক।

কিন্তু সেটি আউট ছিল কিনা এ নিয়ে ধোয়াশার তৈরি হয়। চামিরার ফুলার লেংথ বল ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হন তামিম। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আউট দেন তামিমকে। রিভিউ নেন তামিম। তারপর আলট্রা এজে দেখা যায় ব্যাট মাটিতে লেগেছিল তখন হাল্কা এজ তৈরি হয়। তারপরও সিদ্ধান্ত পাল্টায়নি মাঠের আম্পায়ার। ১৭ রানে ফেরেন তামিম। কিন্তু রাগ আটকে রাখতে পারেননি তামিম। শারীরিক ভাষায় নিজের অস্বস্তি জানিয়ে ফেরেন সাজঘরে। এটা চোখে পড়েছে ম্যাচ রেফারির। আইসিসি তারপরই জরিমানা করে তামিমকে।

এটি আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লঙ্ঘন। তামিম পরে দোষ স্বীকার করে নিয়েছেন বলে শুনানির প্রয়োজন পড়েনি। একইসঙ্গে গত ২৪ মাসে তামিম প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন টাইগার ক্যাপ্টেন।

add-content

আরও খবর

পঠিত