নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় হোটেল থেকে রাজু (১৯) নামে এক হোটেল কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ আগষ্ট) সকাল ১০টার দিকে শহীদের খাবার হোটেল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
সূত্রে জানায়, খেয়াঘাটের অল্পদূরত্বে শহীদের মালিকানাধীন দুটি খাবার হোটেল রয়েছে। এর মধ্যে একটি হোটেল ঈদের পরপর খোলা হলেও নৌ ফাঁড়ি সংলগ্ন হোটেলটি বৃহস্পতিবার খোলা হয়। হোটেলটিতে রাজুসহ আরও একজন কর্মচারী ঘুমাতেন।
তবে বৃহস্পতিবার রাতে রাজু একাই হোটেলে ঘুমিয়েছিলেন বলে হোটেল মালিক শহীদ জানান। তিনি বলেন, ছেলেটির পুরো পরিচয় জানি না। একদিন হোটেলে এসে বলে আমাকে খাবার দেন নয় তো কাজ দেন, আমি কাজ করতে চাই। পরে তাকে হোটেলের প্লেট ধোয়া-মোছার কাজে রাখা হয়েছিল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসঅই) জামাল হোসেন বলেন, ছেলেটি শারীরিকভাবে দুর্বল। ধারণা করছি ঘুমের ঘোরেই সে মারা যায়।