নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ফতুল্লার আফাজনগর এলাকার বাসিন্দা মাহফুজা খানম (৫৫)। দীর্ঘদিন জ্বরে ভোগছিলেন তিনি। করোনা সন্দেহে টেস্ট করালেও ফলাফল নেগেটিভ আসে। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা করার পর তার রক্তে কিছুটা ইনফেকশনের পাশাপাশি ডেঙ্গুও ধরা পড়ে।
গত ১লা আগস্ট রবিবার রাত ১টায় ফতুল্লার আফাজনগর এলাকায় নিজ বাড়িতে ওই নারীর মৃত্যু হয়। ২রা আগস্ট সোমবার ভোরে ওই নারীর মৃতদেহ ৫ তলার বাসা থেকে নামাতে তার সন্তানরা ডেকেও করোনার ভয়ে আশপাশের কাউকে পাশে পায় নি। পরে নিহতের এক মেয়ে ও এক ছেলে উপরের ফ্ল্যাট থেকে মায়ের মৃতদেহ নিচে নামায়। এরপর স্থানীয় দাফন কমিটির সহযোগিতায় দাফন কার্য সম্পন্ন হয়।
এ বিষয়ে নিহতের ছোট ছেলে সাদিদ জানান, মায়ের ১০ দিনের মতো জ্বর ছিল। এর মধ্যে প্রথমে করোনা টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট আসে। পরবর্তী সময় ডাক্তারের কাছে নিয়ে গেলে বিভিন্ন পরীক্ষা করার পর তার রক্তে কিছুটা ইনফেকশনের পাশাপাশি ডেঙ্গুও ধরা পড়ে। গতরাতে বাসায় প্রচন্ড জ্বরে তিনি মারা যান।
তিনি আরও জানান, করোনা পরিস্থিতির কারণে ভয়ে কেউ এগিয়ে আসেনি। আমি আর আমার অসুস্থ বড় বোন মিলে মায়ের লাশ পাঁচতলা থেকে নিচে নামিয়েছি। ডেকেও আশপাশের কাউকে কাছে পাইনি। পরে স্থানীয় দাফন কমিটির লোকজনের সহযোগিতায় মায়ের লাশ দাফনের ব্যবস্থা করেছি।