নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : নগরীর গলাচিপা এলাকায় বন্ধুকযুদ্ধে গুলিবিদ্ধ ইয়াসিন আরাফাত (২৫) এর বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদি হয়ে অস্ত্র ও পুলিশ এ্যাক্ট আইনে এ দুইটি মামলা দায়ের করেন। গুলিবিদ্ধ ইয়াসিন আরাফাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে গলাচিপা এলাকার বাসিন্দা। তার পিতা মো: মোস্তফা।
এ মামলায় ইয়াসিন আরাফাত সহ তার দুই সহযোগী বাবু ও আকাশকে আসামী করা হয়েছে। তবে তারা দুইজন পলাতক রয়েছে। তাদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর উপ-পরিদর্শক এসআই মফিজুল ইসলাম বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গলাচিপা এলাকার স্কলার্স কানাডা নামক ইংরেজী কোচিং সেন্টারের সামনে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান এর নেতৃত্বে এসআই আবু সায়েম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ডিবি সদস্যের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। তারাপর নিরাপত্তার র্স্বাথে পাল্টা গুলি করলে অস্ত্রধারী ইয়াছিন আরাফাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহতবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ ৭ পয়েন্ট ৬৫ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি সার্বিক) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।