ডিবির মামলায় ৬ দিন কারাভোগের পর রীনা ইয়াসমীনের মুক্তি

-ফাইল ছবি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ছয়দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ফাস্টফুড ব্যবসায়ী জালালের স্ত্রী রীনা ইয়াসমীন। বুধবার ( ৫ সেপ্টেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জ কারাগার থেকে সে বাসায় ফিরেছে। তবে শারিরিক অসুস্থতায় ভোগছে। মারামারির ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ায় শরীরেরর বিভিন্নস্থানে এখনও প্রচন্ড ব্যাথা করছে বলে তার স্বামী জালাল উদ্দিন জানিয়েছেন।

এরআগে শহরের খানপুর বরফকলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাথে মারামারির ঘটনায় ডিবি পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে জালাল উদ্দিনের স্ত্রী রীনা ইয়াসমীনকে। গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে  নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে রীনা ইয়াসমীন আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। আদলত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ আগষ্ট ফাস্টফুড দোকান মাই লাইফ ক্যাফে এর ব্যবসায়ী জালালউদ্দিন তার স্ত্রী রীনা ইয়াসমীন, বড় ছেলে আল আমিন, রবিন এর সাথে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের সাথে ব্যপক মারামারির ঘটনায় ডিবি সদস্যসহ অন্তত ৮ জন আহত হওয়ার ঘটনা ঘটে।

এতে ডিবির এসআই মিজান ও এসআই সায়েম, এএসআই আমিনুল ও এএসআই বকুল আহত হন। এছাড়াও ফাস্টফুড ব্যবসায়ী ও  শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের জেলা সহ সভাপতি জালাল উদ্দিন ও তার স্ত্রী রিনা ইয়াসমিন সহ পুরো পরিবারের সদস্যরাই আহত হন।

add-content

আরও খবর

পঠিত