ট্রাক চাপায় বাবা-মেয়ের মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে ট্রাকচা পায় রিকশারোহী বাবামেয়ের মৃত্যুর ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার। দুর্ঘটনার ২৪ ঘণ্টা পর মামলাটি করেন নিহত বেলীর মা আলতাফ হোসেনের সাবেক স্ত্রী অ্যাডভোকেট আয়েশা রহমান সিদ্দিকী। ১১ই ডিসেম্বর শনিবার দুপুরে ফতুল্লা মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলাটি করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।

পুলিশ জানায়, মামলায় ট্রাকের চালক হাবিবুর রহমানকে একমাত্র আসামী করা হয় তিনি পটুয়াখালী সদর উপজেলার হাজীখালী গ্রামের বাসিন্দা। ঘটনার পর গতকাল শুক্রবার স্থানীয়দের সহযোগিতায় হাবিবুরকে আটক করে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত ১০ই ডিসেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের চাষাড়া তোলারাম কলেজ এর মোড়ে একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রাকের (কুমিল্লা ৩৪২৫চাপায় অটো রিকশা আরোহী বাবা মেয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন : সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের আনোয়ারের ছেলে আলতাফ (৪৫) তার মেয়ে বেলী (১৬) ঘটনার পর পরই ঘাতক ট্রাকসহ ঘাতক চালককে গ্রেফতার করে পুলিশ।

স্বজনদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ডিসেম্বর আমেরিকা থেকে ফিরে চাষাড়ায় খালার বাসায় ছিলেন বেলী। একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য তাকে খালার বাসা থেকে নিয়ে আসতে যান বাবা আলতাব হোসেন। বাবামেয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষর্শীরা জানান, উল্টো দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাকটি আলতাফ বেলীকে বহনকারী রিকশাকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। ট্রাকটির চাকা তাদের মাথার ওপর উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান বাবা মেয়ে। এরপর ট্রাকটি তাদের চাপা দিয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে স্থানীয়রা আটকে দেয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রাকের চাকার নিচ থেকে বাবার সড়কের পাশ থেকে মেয়ের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা এসে লাশ শনাক্ত করেছেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত