নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ টেকসেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সকল সদস্যগণকে ও নারায়ণগঞ্জ কর অঞ্চলের সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ বুধবার বিকেলে বরফকল এলাকার চৌরঙ্গী ইকো পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ কর অঞ্চলের কর পরিদর্শক মো. বহ্লুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো. জাকির হোসেন।
প্রধান অতিথি রেজাউল করিম বলেন, আপনারা যারা নির্বাচিত হয়েছেন তারা সবসময় যৌক্তিক দাবিতে সোচ্চার থাকবেন। এটা আপনাদের দায়িত্ব। সারাদেশেই আমরা একটি কর পরিবার। যারা বিদায় নিচ্ছেন তাদের সাথে আমাদের সবসময় সম্পর্ক বজায় থাকবে। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। আজকের আয়োজনটি আমাদের মাঝে স্মৃতি হয়ে থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম কর কমিশনার ইত্তেদা হাসান, উপ কর কমিশনার এজিএম শফিকুর রহমান ও মো. নাজমুল হোসেন, সহকারী কর কমিশনার মাহবুবুর রহমান, অতিরিক্ত কর কমিশনার মো. হাদীউল ইসলাম সৈকত, টেকসেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি মো. আমিনুল ইসলাম আকাশ, সহ সভাপতি লোকমান আহমেদ, সাধারন সম্পাদক মো. রুবেল দর্জী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার ও সাংগঠনিক সম্পাদক এবিএম সাইদুজ্জামানসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
এর আগে নির্বাচিত সকল সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং বিদায়ী কর্মচারীদের সংবর্ধনা দেয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ মার্চ বাংলাদেশ ট্যাকস্সে এমপ্লয়ীজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত হলেন- সভাপতি মে. আমিনুল ইসলাম আকাশ, সহ সভাপতি লোকমান আহমেদ, সাধারন সম্পাদক মো. রুবেল দর্জি, যুগ্ম সাধারন সম্পাদক মো. আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক এবিএম সাইদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক কায়েস আহমেদ, অর্থ সম্পাদক মো. মজিবুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জিয়াউল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল হক, মহিলা সম্পাদিকা মিজ মেহের নিগারসহ ১৫ সদস্য বিশিষ্ট এই কমিটি নির্বাচিত হয়।