নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে যৌথভাবে পরিছন্নতা কার্যক্রম শুরু করেছে পরিছন্নতা বিষয়ক জাতীয় সংগঠন বিডি ক্লিন ও স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। ৪ঠা ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে নারায়ণগঞ্জ সিটি কেন্দ্রীয় শহীদ মিনারে উভয় সংগঠনের স্বেচ্ছাসেবকদের শপথ বাক্য পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বিডি ক্লিনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী ইকবাল আহমেদ বিজয়ের সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান টিম খোরশেদ এর টিম লিডার ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। শপথ বাক্য পাঠের পরে শহীদ মিনার ও শহীদ ভাষা সৈনিক সড়কে পরিছন্নতা অভিযান পরিচালনা এবং এলাকাবাসী ও দোকানদারদের যত্রতত্র আবর্জনা না ফেলার জন্য সচেতন হওয়ার আহবান করা হয়।
উল্লেখ্য যে, এখন থেকে বিডি ক্লিন ও টিম খোরশেদ যৌথভাবে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় পরিছন্নতা কার্যক্রম পরিচালনা করবে।