টিকটক হৃদয় গ্রুপের ২ সদস্য সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রুবেল সরকার ওরফে রাহুল (৩২) ও তার স্ত্রী মোছা: সোনিয়া (২৫) নামে চাঞ্চল্যকর আর্ন্তজাতিক নারী পাচারকারী রিফাদুল ইসলাম হৃদয় গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। তারা উভয় স্বামী ও স্ত্রী। গোপন সংবাদের ভিত্তিতে ৪ঠা জুন শুক্রবার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

৫ই জুন শনিবার রাত ৮টায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য এবং তারা ১৫ থেকে ২৫ বছর বয়সী সুন্দরী তরুনীদের বিদেশে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে পাচার করে। উক্ত সিন্ডিকেটের সদস্যরা পাচারকৃত নারীদের হোটেলে নিয়ে গৃহবন্দি করে রাখতো। বিদেশে অবস্থানকালীন সময়ে এই সকল তরুণীদেরকে কোন অবস্থাতেই নিজের ইচ্ছায় হোটেল তথা বাইরে যেতে দেওয়া হত না। প্রাথমিক অবস্থায় তরুণীরা এ সকল আসামাজিক কর্মকান্ডে লিপ্ত হতে রাজি না হলে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য জোরপূর্বক প্রয়োগ করা হত বলে গ্রেফতাকৃতদের জিজ্ঞাসাবাদে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামী মো. রুবেল সরকার ওরফে রাহুল ও তার স্ত্রী মোছা: সোনিয়ার সাথে রিফাদুল ইসলাম হৃদয়ওরফে টিকটক হৃদয় সরাসরি যোগাযোগ রয়েছে। এই মানব পাচারকারী চক্রের উপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব-১১ বিশেষ গোয়েন্দা নজরদারী চালিয়ে গত ৪ঠা জুন শুক্রবার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মানব পাচারকারী চক্রের ২ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে উল্লেখিত ২ জন ডিএমপি ঢাকা জেলার হাতিরঝিল থানার মামলা নং ৩ তারিখ ০১/০৬/২০২১ ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ দমন আইন ০৭/০৮/১০/১১ এর এজাহারভুক্ত আসামী। এই সমস্ত মানব পাচারকারী চক্রের মূলোৎপাটন করার লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত