জেলা পরিষদে ২টি সাধারণ ওয়ার্ডের নির্বাচন স্থগিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২টি সাধারণ ওয়ার্ডের নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার ১৬ ই আগস্ট উপ সচিব নুরুজ্জামান তালুকদার ( নির্বাচনী পরিচালনা-২ ) সাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২০ আগস্ট এই নির্বচান অনুষ্ঠিত হওয়ার সময় নির্ধরিত করা হয়েছিল।

বিবৃতিতে জানা গেছে, বিদ্যমান বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আপাতত আগামী ২০ আগস্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২টি সাধারণ ওয়ার্ড সহ, কয়েকটি জেলা ও উপজেলার ইউনিয়নের সাধারণ নির্বাচন, উপ নির্বাচন, চেয়ারম্যান পদে নির্বাচন আপাতত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছে। এছাড়াও উপরোক্ত নির্দেশ অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করে নির্বাচন কমিশন ।

add-content

আরও খবর

পঠিত