নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সভাপতি হাজী মুজিবুর রহমানের সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুরের বিসিকে অবস্থিত নিজস্ব বাসভবনে রবিবার রাত আনুমানিক ১১ঃ৩০ মিনিটের সময় ডিবি পুলিশের সদস্যরা হানা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী হাজী মুজিবুর রহমান গণমাধ্যমকে জানান, আমাকে ও আমার ছেলে সোনারগাঁও উপজেলা ছাত্রদল নেতা মশিউর রহমান শান্তকে উঠিয়ে নিতেই তারা আমাদের বাসভবনে হানা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়ির ও নিকটস্থ ফ্যাক্টরীর গেইটে থাকা তালা ভেঙ্গে তল্লাশী চালায় এবং আমাদের না পেয়ে বিভিন্ন আসবাবপত্র ও ফ্যাক্টরীতে ভাংচুর চালায়। ঠিক কি কারনে তারা আমাদের খুঁজছেন তা আমাদের কাছে স্পষ্ট নয়।
তাছাড়া সারা দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের যেভাবে গ্রেফতার, উঠিয়ে নেয়া, গুম, খুন, বিনাকারণে নির্যাতন ও নিপীড়ন চলছে, আমাদের বাসভবনে হানা দেয়া তারই একটি অংশ বলে আমরা মনে করি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর এধরণের কার্যক্রমের তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
এদিকে গতকাল এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইছবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরণের কার্যক্রমের তীব্র সমালোচনা করেছেন এবং অনেককেই ক্ষোভ প্রকাশ করে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তীর্যক মন্তব্য করতে দেখা গেছে। তাছাড়া এ খবর জানতে পেরে সোনারগাঁও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও কঠোর সমালোচনা করেছেন বলে জানা গেছে।