জেলা গোয়েন্দা সংস্থার অভিযানে ৯৬০ পিছ বিয়ার উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জেলা গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৬০ পিছ বিয়ার উদ্ধার করে। ৩১ জুলাই  রবিবার বিকাল সাড়ে ৪ টায় নগরীর শহীদনগর পূর্ব মূর্সিনাবন্দ সুকুমপট্টি এলাকায় এসআই সেলিম মিয়া ও এএসআই ইব্রাহিম এর নেতৃত্বে শাকিলের (২৮) গরুর খাবার রাখার ঘর থেকে এ বিয়ার উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা সংস্থা জানায়, শাকিল দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শাকিলের গরুর খামারে অভিযান পরিচালনা করি। কিন্তু বিয়ারের কেসগুলো গরুর খাবার ঘরে লুকায়িত ছিল। অভিযান চলাকালে মাদক ব্যবসায়ী শাকিল টের পেয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

তারা বলেন, আমরা নারাণগঞ্জ বাসীকে মাদক মুক্ত একটি শহর উপহার দিতে চাই, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। এ ব্যাপারে মাদক ব্যবাসী শাকিলকে আসামী করে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতী চলছে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত