জেলা আওয়ামীলীগ থেকে নীলাকে অব্যাহতি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে তার পদ থেকে বহিষ্কার (অব্যাহতি) দিয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ। সংগঠন বিরোধী কর্মকান্ডের দায়ে সংগঠনের সকল পদ থেকে তাকে এই বহিষ্কার (অব্যাহতি) দেয়া হয়।

৪ঠা আগস্ট বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করে জানান, সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রকে সুপারিশ করা হবে। এ সংক্রান্ত অব্যাহতিপত্র বুধবার রাতে ইস্যু করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল স্বাক্ষরিত অব্যাহতিপত্রে উল্লেখ রয়েছে, দলের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা ভঙ্গ তথা গঠনতন্ত্রের ৪৭-এর (ক) এবং ৪৭-এর (ঙ) ধারা মোতাবেক গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের জন্য সৈয়দা ফেরদৌসী আলম নীলাকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ-এর শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকসহ নিম্নস্তরের সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এদিকে জানা যায়, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপির কোঠায় জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এর পদ পেয়েছিলেন ফেরদৌসী আলম নীলা।

তাছাড়া সৈয়দা ফেরদৌসী আলম নীলা রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান। তিনি উপজেলার পূর্বাচলের নীলা মার্কেটের মালিক।

add-content

আরও খবর

পঠিত