জেএসসি পরীক্ষার্থীদের উত্তরপত্র দিতে গিয়ে যুবক আটক

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : জেএসসি পরীক্ষার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপত্র দিতে গিয়ে এক যুবক আটক হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়। অপরদিকে, জেএসসি পরীক্ষার্থীদের মাঝে উত্তরপত্র দেওয়ার সময় কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তার উপস্থিতি পের পেয়ে খন্ডকালীন এক শিক্ষক দৌড়ে পালিয়ে গেছে। কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয় ও গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটে এ ঘটনা।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা চলাকালে কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে মোবাইল ফোনের মাধ্যমে হৃদয় মিয়া নামে এক যুবক উত্তরপত্র প্রদান করে। এসময় স্থানীয় প্রশাসন টের পেয়ে মোবাইলসহ তাকে আটক করে। সে ভোলাবো ইউনিয়নের বাসুন্দা গ্রামের দিলবার হোসেনের ছেলে। অপরদিকে, গোলাকান্দাইল মজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক জাহিদুল ইসলাম জেএসসি পরীক্ষার্থীদের মাঝে মোবাইল ফোনে উত্তরপত্র দিতে গেলে ঐ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা দেখে ফেলে। পরে ঐ শিক্ষক দৌড়ে পালিয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সত্যি এটা ন্যাক্কারজনক কাজ। এভাবে চললে শিক্ষা ব্যবস্থা ক্ষতির সম্মুখীন হবে।

add-content

আরও খবর

পঠিত