নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ৫দিন কারাবাসের পর জামিন পেলেন তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী। তাঁকে বরণ করতে ৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে ভির করে তারাবো এলাকার অসংখ্য সাধারন মানুষ। এসময় তারা প্রিয় নেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
জানা গেছে, ১৯৯২ সালের দায়েরকৃত এই হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও গত ৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জর্জ কোর্টে উপস্থিত হলে আদালত শফিকুল ইসলাম চৌধুরীর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, সেই সময় সংঘর্ষ চলাকালীন তিনি ঢাকাতে অবস্থান করছিলেন। ফলে এই হত্যা মামলায় আসামীর তালিকায় কোনোভাবেই তার নাম থাকার কথা নয়। কিন্তু ২০১১ সালে তারাবো পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর সাবেক মেয়র মাহাবুবুর রহমান খান এর নেতৃত্বে এই মামলাটিকে পুনরুজ্জীবিত করা হয় এবং যখনই কোনো জাতীয় বা স্থানীয় নির্বাচন আসে, তখনই মামলার ফাইল ঘাটাঘাটি করা হয়।
তার মতে, পেছন থেকে কলকাঠি নেড়ে কেউ উদ্দেশ্য প্রনোদিতভাবে সাধারন মানুষদের হয়রানি করতেই এসব করছেন। এছাড়া ওইদিন শফিকুল ইসলাম চৌধুরীর পাশাপাশি জামিনে মুক্ত হন ফিরোজ, নয়ন সরকার ও জামাল।
উল্লেখ্য, রুপগঞ্জের তারাবো পৌর এলাকায় ১৯৯২ সালে সংঘটিত সোনালী পেপার মিলে দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৯/১২৯। সেই মামলায় তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী (তৎকালীন ছাত্রদল নেতা) সহ মোট ১১ জনকে আসামী করা হয়।