নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ভৈরবেরটেকস্থ এনবিএল ইটাভাটার কালো ধোঁয়া সহ বায়ু দূষণে এলাকার পরিবেশ মারাত্মক ভাবে দূষিত হচ্ছে। অত্র ইটাভাটাটি ভৈরবেরটেক, বস্তল, শেখেরহাট, নানাবো, মহজমপুর, উত্তর কাজীপাড়া, ব্রাক্ষণবাওগাঁ সহ একাধিক গ্রাম সংলগ্ন ফসলী জমি অধ্যুষিত এলাকায় গড়ে তোলা হয়েছে। ফলে এনবিএল ইটাভাটার বায়ু দূষণে এসব এলাকার লোকজনের এখানে বসবাস করা মারাত্মক ঝুঁকি হয়ে পড়ছে।
অত্র এলাকার মজিবুর জানান, এ ইটাভাটা সংলগ্ন তার প্রায় পাঁচ বিঘা ধানি জমি রয়েছে। এ জমি থেকে সে ধান উৎপাদন করে পরবর্তী মৌসুম পর্যন্ত তার পরিবারের খাদ্য চলতো। এ এনবিএল ইটাভাটা গড়ে তোলার পর থেকে ইটাভাটার বিষাক্ত বায়ু দূষণে এক মুঠো ধানও ঘরে তোলতে পারছেনা। তাছাড়া ফলাদি গাছ গুলো ফল শূন্য হয়ে গেছে। এ ইটাভাটার বিরুদ্ধে অনুরুপ অভিযোগ এলাকার অনেকেরই। স্থানীয় এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানাহ রোগ-বালাই। অনেকে গ্যাষ্টিক, পেটেরপীড়া, সর্দি-কাশিসহ নানাহ রোগে ভুগছেন।
স্থানীয় সামসুল আলম জানান, কতৃপক্ষের নিয়ম-নীতি উপেক্ষা করে অত্র ইটাভাটার মালিক স্থানীয় মহজমপুর গ্রামের মৃত- শুক্কুর ভূঁইয়ার ছেলে কামরুল ভূঁইয়া ও বাচ্চু ভূঁইয়া এ এনবিএল ইটাভাটা গড়ে তুলছেন। এ ইটাভাটার প্রয়োজনীয় কাগজ পত্রাদি ও কোন পরিবেশ ছাড়পত্র নেই। তাছাড়া সঠিক পরিমাপে ইটা প্রস্তুত করছেনা। এতে, ইটা ক্রেতারা প্রতারিত হচ্ছে। তাছাড়া প্রতারনার মাধ্যমে সরকারী রাজস্বও ফাঁকী দিচ্ছে তারা। এ ব্যাপারে ইটাভাটা কতৃপক্ষের সাথে যোগাযোগ করলে সাংবাদিকদের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করছেন তারা। অত্র এনবিএল ইটাভাটা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।