নারায়ণগঞ্জ বার্তা ২৪ (ফতুল্লা প্রতিনিধি) : জাতীয় চার নেতা হত্যা দিবস উপলক্ষে ফতুল্লায় শ্রমিক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩রা অক্টোবর) দুপুরে পাগলা বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ফতুল্লা আঞ্চলিক শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকলীগ নেতা পলাশ বলেছেন, জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল। শুধু বিপথগামী সেনা সদস্যই নয়, এর পেছনে আরো বড় ষড়যন্ত্র ছিল। যারা ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত ছিল, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। জাতীয় চার নেতা হত্যায় জড়িতদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক।
তিনি আরো বলেন, কারাগারের ভেতরে যেখানে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই জাতীয় এই চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তখন কারা কর্তৃপক্ষের কী ধরনের ভূমিকা ছিল, সেটিও তদন্ত করে দেখা উচিত। আমি জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনায় বিধি লঙ্ঘনসহ কারা অধিদফতরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানাই।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিন বঙ্গের লাইন সম্পাদক আবুল হোসেন, ইউনাইটেড ফেডারেশন গার্মেন্টস ওয়ার্কার্স এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা লোড-আনলোডের সভাপতি জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের এড. হুমায়ন কবির, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক হোসেন আকন, পাগলা শাখার সহ সভাপতি আব্দুল করিম তাপু, সাধারন সম্পাদক জজ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান ওবায়েদ, নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের সাধারন সম্পাদক আজিজুল প্রমুখ।