নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বন্দরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই রবিবার সকাল ১০টায় বন্দর উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বন্দরে বেশ কিছু প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।
অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ বলেন, আমরা স্বাধীনতা লাভ করেছি প্রায় ৫০ বছর। আপনারা একটু চিন্তা করে দেখুন ৫০ বছরে কত টুকু এগুতে পেরেছি। মাছ আমাদের প্রয়োজনীয় একটি খাদ্য। সারা বিশে^ এইটির উপর বেশ নজরধারি রেখেছে। মাছ, মাংস, ডিম ও দুধ এইটা যদি অভাব হয় তাহলে আমাদের মেধা কমে যাবে। প্রতিদিনের আমাদের খাদ্য তালিকা মাছ থাকাটা খুবই প্রয়োজন। আমাদের দেশীয় জাতের মাছ যেমন পাবদা, শিং, কৈ, টেংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ যাতে বিলপ্ত না হয় সেদিখে খেয়াল রাখতে হবে। আনন্দের বিষয় আমাদের মৎস্য অধিদপ্তর এই দেশীয় জাতের মাছ সংরক্ষনের জন্য বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে। এখন দেশীয় জাতের বিভিন্ন মাছ আমাদের মৎস্য খামারে ব্যাপক ভাবে চাষ করা হচ্ছে।
বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর এর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে সঞ্চয়ী মৎস কর্মকর্তা মো. সামাদ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খানম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা মিয়া, বন্দর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ও মৎস্য খামারী ও ব্যবসায়ী মো. ইমরান খান সহ প্রমুখ। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর উপজেলা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়।