নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ঢাকা ডেস্ক ) : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বোন মরিয়ম বেগম (৮৩) বার্ধক্যজনিত কারণে শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরিয়ম বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে রংপুর সফররত জাপা চেয়ারম্যান সব কর্মসূচি বাতিল করে মরহুমার মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসভবনে ছুটে যান। এছাড়া সংসদে বিরোধীদলীয় নেতা ও জাপার কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, জিএম কাদের এবং পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ জাপার বিপুল সংখ্যক নেতাকর্মী মরহুমার পরিবারকে সমবেদনা জানাতে বাসভবনে যান। বাদ আছর মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদে জানাজা শেষে মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরিয়ম বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।