নারায়ণগঞ্জ বার্তা ২৪ : লেখাপড়ার পাশাপশি খেলাধুলায় মনোনিবেশকারী তরুণদের জন্য সর্বদাই পাশে থাকবো। আমাকে যখনই ডাকবে পাশে পাবে। তবে লক্ষ অটুট রাখতে হবে। ভালো খেলোয়ার হয়ে শুধু নারায়ণগঞ্জে পড়ে থাকলে চলবে না। জাতীয়দলের খেলোয়াড় হয়ে নারায়ণগঞ্জের সুনাম অক্ষুন্ন রাখতে হবে। যেমনি করে পুর্বে আমাদের নারায়ণগঞ্জের সন্তানরা ক্রিড়াঙ্গনে সারাবিশ্বে তাক লাগিয়ে দিয়েছে। তোমাদেরকেও সেই প্রচেষ্টা করতে হবে। এজন্য যেকোন সহযোগীতার জন্য আমি তোমাদের পাশে আছি।
৩রা ডিসেম্বর শনিবার রাতে খানপুর অল স্টার ক্লাব চ্যম্পিয়ন দলের শুভেচ্ছা প্রদানকালে এসব কথা বলেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। এসময় খানপুর এলাকায় অনুষ্ঠিত ক্রিকটে টুর্ণামেন্টে সার্বিক সহযোগীতা করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ী দল অল স্টার ক্লাব। এছাড়াও খানপুর অল স্টার ক্লাবের পক্ষ থেকে আজমেরী ওসমানকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন টুলু, নাসিম ওসমান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি তুরিকুল ইসলাম লিমন, এড. সুইটি ইয়াসমিন, এড. রনি, মেট্রো হল স্ট্যান্ডের সভাপতি মামুন, নাছির, সুমন প্রমুখ।