নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জাগ্রত সংসদ এর ১০ম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৬ এপ্রিল) বিকেলে পঞ্চবটী ইউনাইটেড ক্লাব লিমিটেড এর রেস্টুরেন্টে এই বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় গত ৮ মে ২০২১ ইং থেকে ৬ এপ্রিল ২০২২ পর্যন্ত নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের আয় ব্যয় হিসাব অর্থ সম্পাদক মিশুক সাহা পাঠ করেন। এবং সকল সদস্য এই আয় ব্যয় হিসাব সঠিক বলে পাশ করেন সর্ব সম্মতি ক্রমে।।এরপর নবনির্বাচিত কমিটিকে শপথ গ্রহণ করান সাবেক সাধারণ মানুষের ও নির্বাচন কমিশনার শাহরিয়ার সাঈদ অন্তর। পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ২০২২ সালের বাজেট ঘোষণা করেন। এই বাজেটে সকল সদস্য সঠিক এবং সময় উপযোগী বলে মনে করে এক সাথে বাজেট পাশ করা হয়েছে।
এ সময় সভাপতিত্বে ছিলেন নারায়ণগঞ্জ জাগ্রত সংসদের সভাপতি রাগীব হাসান ভুইয়া। উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি ঢালি মোঃ সাকিব ওসমান, সহ সভাপতি সুদিপ্ত চক্রবর্তী, যুগ্ন সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইরফান আহমেদ সাগর, সহ সাংগঠনিক সম্পাদক জয় সুত্র ধর, অর্থ সম্পাদক মিশুক সাহা, ক্রীড়া সম্পাদক ইফতেখার হায়দার প্রিতম, সমাজ কল্যান সম্পাদক জাকারিয়া ইয়ামিন উষ্ণ, সাহিত্য সম্পাদক মাহিন আহমেদ রাহাত, প্রচার ও দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, কার্যকরি সদস্য মিশকাতুল হায়দার পিয়াস, ইবনে আফফান আহনাফ।