নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচীর আওতায় ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে না.গঞ্জ সদর উপজেলা মিলনায়তন কক্ষে বুধবার দুপুরে অবহিতকলণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, উপজেলা মহিলাভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা চৌধুরী মোঃ ইশবাল বাহার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল হক ও উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ মাহাদৎ হোসেন।
অবহিকরণ সভায় জানানো হয় ২০১০ সালের পূর্বে বাংলাদেশে প্রতি বছর দুই হাজারের অধিক লোক জলাতঙ্কে মারা যায়। এদের শতকরা ৯৫-৯৯ ভাগ ক্ষেত্রে কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে থাকে। বাংলাদেশে কুকুরের সংখ্যা আনুমানিক ১২-১৫ লক্ষ এবং প্রতি বছর ২-৩ লক্ষ কুকুরের কামড়ের শিকার হয়। কুকুর কামড়ের আধুনিক ব্যবস্থাপনা, ব্যাপকহারে কুকুরকে প্রতিষেধক টিকাদান (এমডিডি) এবং কুকুরের পরিকল্পিত সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে এশটি কর্মকৌশল বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষিত চিকিৎসক ও প্যারামেডিক্সদের মাধ্যমে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হচ্ছে।
সরকারের বিভিন্ন বিভাগ, উন্নয়ন সহযোগি সংস্থা এবং আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা সমূহ এক সাথে এ প্রক্রিয়া বাস্তবায়নে যুক্ত হয়েছে। তিন বার এমডিডি কার্যক্রম দেশজুড়ে পরিচালনা করা গেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২২ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্কমুক্ত হতে পারে।