নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : ফতুল্লার নরসিংপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহীন কে মারধর করে ইসমাইল হোসেন ও তার সহযোগিরা। এ ঘটনা ঘটেছে গত ৮ ফেব্রুয়ারী সকাল ১০টায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় শাহীনের স্ত্রী আসমা আক্তার বাদী হয়ে ইসমাইল হোসেন, মজিবুর রহমান কে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ অভিযোগে জানাযায়, ফতুল্লার নরসিংপুর এলাকার মো. শাহীনের সাথে বাবুরাইল এলাকার ইসমাইল ও মজিবুর রহমানের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। আর বিরোধের জের ধরে গত ৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে শাহীনের সাথে র্তকবির্তক হয়। এসময় ইসমাইল ও মজিবুর রহমানসহ তাদের সহযোগিরা শাহীনকে মারধর করে।