নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বর্তমান সময়ে অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা। বন্দরের বেশ কিছু এলাকায় জনসাধারণের যাতায়াতের রাস্তার বেহাল অবস্থার কারণে সৃষ্ট দুভোর্গ এবং সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের ব্যাপারে জানতে চেয়ে এমপি সেলিম ওসমানের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিকদের তিনি জানান, বর্তমান পরিস্থিতে রাস্তাঘাটের উন্নয়ন যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। বিভিন্ন জায়গায় কাজের টেন্ডার হওয়া সত্যেও ঠিকাদার কাজ শুরু করার পরও আর্থিক সংকটের কারনে বিল প্রদান করা হচ্ছেনা। অতি বৃষ্টিতে রাস্তাঘাট যা ছিল তারও অবনতি হয়েছে। সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা সৃষ্টি হয়েছে। পোহাতে হচ্ছে দুর্ভোগ, এটা অস্বীকার করার কোন সযোগ নাই। এটা শুধু বন্দর নয়, এটা এখন সারাদেশে জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।
তবে এটা সত্য যে বন্দর এলাকায় জলাবদ্ধতা না হলেও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে বৃষ্টি পানিতে পরিবেশ দূষণ করা হচ্ছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো। আর এ কাজে অবশ্যই উপজেলা পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সর্বাত্ম সহযোগীতা করবেন বলে আমি বিশ্বাস করি। সামনে কোরবানীর ঈদ আসছে। পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা এখনই না করলে করোনার পাশাপাশি অন্যান্য রোগব্যাধিও বৃদ্ধি পাবে। এই কাজ গুলো অবশ্যই স্থানীয় জনপ্রতিনিধিদের।
এছাড়াও বন্দরে পেশি শক্তি ব্যবহার করে বিভিন্ন খাল ভরাট করে বা খালের স্বাভাবিক গতিবিধিতে বাধার সৃষ্টি করা হয়েছে। এ ব্যাপারে ইতোমধ্যে উপজেলা পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যে সমস্ত এলাকায় খাল খনন এবং উন্নয়ন করা যাবে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। এ কাজের জন্য আমি বন্দরের সকল সরকারী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সার্বিক সহযোগীতা কামনা করছি।