জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল- আইজিপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি এ কে এম শহীদুল হক। ২৭ আগস্ট শনিবার সকালে অভিযানের পর ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আইজিপি বলেন, আমি জঙ্গিদের সঙ্গে কথা বলার জন্য নির্দেশ দিয়েছিলাম। বলেছি তারা আত্মসমর্পণ করতে চাইলে যাতে তাদের হাত উঁচু করে বেরিয়ে আসতে বলা হয়। কিন্তু জঙ্গিরা আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ করে একে টোয়েন্টি টু রাইফেল দিয়ে গুলি করে এবং ওপর থেকে গ্রেনেড ছোড়ে। তারপর দেশের স্বার্থে ও জনগনের নিরাপত্তায় বাধ্য হয়ে পুলিশও গুলি চালায়। অভিযানে সোয়াট টিমও ছিল। পাশের ভবন থেকে আমাদের স্নাইপারও অভিযানে অংশ নেয়।

তিনি আরও বলেন, অভিযান শেষে বাড়ির ভেতরে তিনজনের মৃতদেহ পাওয়া গেছে। এদের মধ্যে একজনের চেহারা আমাদের কাছে থাকা জঙ্গি নেতা তামিমের ছবি সঙ্গে হুবহু মিলে গেছে। ঘটনাস্থল থেকে একটি একে টোয়েন্টি টু রাইফেল, পিস্তল ও কয়েকটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার এ বিষয়ে কথা হয়েছে। অপারেশন সফল হওয়ায় তিনি সোয়াট টিম ও কাউন্টার টেররিজম ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তামিমকে ধরিয়ে দেওয়া জন্য যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল তা সোয়াট ও কাউন্টার টেররিজম ইউনিটকে দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন একটি তিন তলা বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে জঙ্গি নেতা তামিম চৌধুরীসহ তিন জন নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।

add-content

One thought on “জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল- আইজিপি

  1. FUN88, là một nhân vật quan trọng trong ngành cá cược trực tuyến với tầm ảnh hưởng rộng lớn và nhiều năm kinh nghiệm. Dưới sự lãnh đạo của ông, FUN88 đã không ngừng phát triển và củng cố vị thế của mình như một trong những nhà cái hàng đầu tại châu Á. https://fun88vn.us/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত