নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ছিন্নমূল শিশুদেরকে নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এগিয়ে এলেন বিডি হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা। সোমবার (২০ মে) বিকেলে চাষাড়া রেলস্টেশনে সংগঠনটির উদ্যোগে অর্ধশতাধিক এসব শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। রেল স্টেশনের পাশে গড়ে উঠা ছাউনিবিহীন অস্থায়ী এই পাঠশালায় ছেড়া চটে বসে শিক্ষা গ্রহন করে আশেপাশে থাকা সুবিধা বঞ্চিত শিশুরা। আর তাদেরকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা দান করছেন শুভ চন্দ্র দাস নামের একজন তরুণ। এসময় অতিথি হিসেবে ছিন্নমূল শিশুদের শিক্ষা সামগ্রী বিতরণ করেন মো. সালমান ও সায়েক শহীদ রেজা।
শিক্ষা সামগ্রী বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সদস্যরা বলেন, আমরা শুভ চন্দ্র দাসের এমন কাজে মুগ্ধ। তাই এসব শিশুরা যেন আমাদের দেয়া শিক্ষা সামগ্রী পেয়ে উৎসাহিত হয় এজন্যই আমাদের এই উদ্যোগ। আমরা চাই ছিন্নমূল শিশুরা নৈতিক শিক্ষা গ্রহন করে আলোকিত হোক। আর আমরা এসব শিক্ষা সামগ্রী দিয়ে আলো ছড়িয়ে দেয়ার চেষ্টা করছি। এছড়াও তাদের জীবনমানের ন্যূনতম ইতিবাচক পরিবর্তন ঘটুক এটাই একমাত্র আকাঙ্খা। সমাজে অনেক বিত্তবানরা আছেন তারা এসব পথ শিশুদের দেখেও দেখে না। তাই পথ শিশুদের জন্য কিছু করার চেষ্টা করছি। আমি অনুরোধ করবো বিত্তবানরা এদের সহযোগিতায় যেন এগিয়ে আসে।
এসময় অস্থায়ী পাঠশালার উদ্যোগতা ও পাঠদানকারী শুভ চন্দ্র দাস তার অনুভূতি নিয়ে জানান , আমার ছোট বেলা থেকে স্বপ্ন ছিল আমি বড় হয়ে শিক্ষক হবো। কিন্তু অভাবের তাড়নায় বেশীদিন লেখাপড়া চালাতে পারিনি। র্সবশেষ অষ্টম শ্রেনী পর্যন্ত বার একাডেমী স্কুলে পড়ার সুযোগ হয়। তবে সবসময়ই চিন্তা করতাম নিজে একটা স্কুল করবো। আর এই স্কুলে ছিন্নমূল পথ শিশুদের বিনামূল্যে শিক্ষা দিবো। আমি নিজেও একটি গরিব ঘরের সন্তান। তবে আমি আমার সামর্থের মধ্যে যতটুকু সম্ভব এই শিশুদের জন্য কাজ করছি। কিন্তু আপনাদের মত অন্যান্য মানুষগুলো যদি এগিয়ে আসে তাহলে তাদের জন্য একটি স্থায়ী পাঠশালা করতে চাই। যেখানে তাদের কষ্ট হবে না। সেই প্রতিষ্ঠানটির নাম থাকবে লাল সবুজের পতাকা শ্রী শুভ চন্দ্র প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন, বিডি হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহিম হোসেন, সহ-সভাপতি ইমরান আলী, সহ-সভাপতি শারমীন কুলসুম, কোষাদক্ষ অতাউর রহমান খান, সহকারী কোষাদক্ষ তাসরুনা ইসলাম, হিসাব রক্ষক ফাতেমা ইসমাইল মিম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহ প্রচার সম্পাদক মহিনী আক্তার , প্রচার সম্পাদক রাকিব মৃধা, শিক্ষা সম্পাদক হাসিনা খাতুন, জুমুর মজুমদার, সাংস্কৃতিক ও ক্রীয়া সম্পাদক আব্দুল্লাহ হাসিম।