নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ছিনতাইকারী আক্ষা দিয়ে চাঁদাবাজদের প্রহারে গুরুত্বর আহত হয়েছেন লাইভ ভিউ নামের একটি প্রতিষ্ঠানের ঠিকাদার শাহজাহান মীর । ৮ ফেব্রুয়ারী সোমবার রাত সাড়ে ১২ টায় গলাচিপা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে। পরে সদর থানার পুলিশের এ.এস.আই মো: কামাল হোসেন ও তার সংঙ্গীয় ফোর্স লোক মুখে শুনে গলাচিপা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে পৌছায়। পুলিশের অবস্থান টের পেয়ে চাঁদাবাজ দল পলায়ন করে। পরবর্তিতে গুরুতর অবস্থায় উদ্বার করে ঠিকাদার শাহজাহান মীর (৫৫) কে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
সদর থানার পুলিশের এ.এস.আই মো: কামাল হোসেন নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, আমি ও আমার সংঙ্গীয় ফোর্স লোক মুখে শুনে গলাচিপা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাস্থলে পৌছাই। আর ১০ মিনিট পর গেলেই এই ব্যাক্তি কে জীবিত উদ্বার করতে পারতাম না। গুরুত্বর আহত ঠিকাদার শাহজাহান মীর জানায়, একদল চাঁদাবাজ তার কাছে চাঁদা চেয়ে না পেয়ে এ হামলা করেছে। চাঁদাবাজ দলটির সদস্যদের সে দেখলে চিনতে পারবে কিন্তু নাম ঠিকানা জানেন না।
উল্লেখ্য ঠিকাদার শাহজাহান মীর শহরের বিভিন্ন এলাকায় দালান এর ঠিকাদারী কাজ করেন। কাজ করার সময় সম্প্রতি গলাচিপা এলাকার একদল যুবক তার কাছে চাঁদা দাবী করেছিলো সে তাদের দাবী পূরণ না করাতে হয়তো এ হামলা করেছে বলে তার ধারনা । চতুর চাঁদাবাজরা ঠিকাদার শাহজাহান মীর কে গলাচিপা মোড়ে রিক্সায় পেয়ে ছিনতাইকারী আক্ষা দিয়ে বেদম প্রহার করে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে লোকমুখে পুলিশ শুনে ঘটনা স্থলে গিয়ে তাকে উদ্বার করে।