নারায়ণগঞ্জ বার্তা ২৪: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৫ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয় চাষাড়া শহীদ মিনারে। বেলা ১১ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপি সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা এবং জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ড।
ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি কাজী আশিক, ফতুল্লা শাখার আহ্বায়ক ইলিযাস জামান, মহানগর শাখার আহ্বায়ক ফারহানা মানিক।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে একই সাথে তিন ধারার শিক্ষা ব্যবস্থা বিদ্যমান থাকায় ছাত্ররা নানান ভাবে বিভক্ত হয়ে গেছে। এ বিভক্তি ছাত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি শোষিত জনগনের মধ্যেই ছড়িয়ে পরছে। ফলে এ বিভক্ত শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। এছাড়াও প্রশ্ন ফাঁস, ভর্তি বানিজ্য, কোচিং বানিজ্য এসকল দুর্নীতি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান থাকায় জাতির ভবিষ্যৎ মেরুদন্ড ভেঙে গেছে। বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয় না। অথচ ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তির আন্দোলনে ছাত্ররাই লড়াকু ভুমিকা পালন করেছে। ছাত্র সংসদ নির্বাচনের অভাবে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গড়ে ওঠার যথাযথ সুযোগ ছাত্ররা পাচ্ছে না।
আজকে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ নির্লজ্জের মত বলেন, সহনীয় মাত্রায় ঘুষ খেতে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে এ কথা স্পষ্ট হয় বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায় দুর্নীতি কতটা ছড়িয়েছে। ফলে দেশের নেতারা দুর্নীতি দমনের কথা না বলে একে টিকিয়ে রাখার কথা নির্দ্বিধায় বলে যাচ্ছেন। দেশের এমন সংকটাপন্ন অবস্থায় ছাত্রদেরকেই দায়িত্ব নিতে হবে সমাজ বদলের, দেশ বদলের।
বক্তারা আরো বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে রূপান্তর হয়েছে একথা পূরোনো। কিন্তু একটি সিটি কর্পোরেশেনে পাবলিক বিশ্ববিদ্যালয় যখন থাকে না তখন তা কিভাবে পূর্ণাঙ্গ রূপ লাভ করে। একটি মেডিকেল কলেজ যখন শহরে থাকে না তখন কিভাবে জেলার বাসিন্দারা তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। তাই এবারের সম্মেলনে তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ নির্মানের দাবী আমরা জোড়ালো ভাবে রেখেছি।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন জেলার আহ্বায়ক তরিকুল সুজন, কমিউনিস্ট পার্টি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের কেন্দ্রীয় সভাপতি অমল আকাশ, বাংলাদেশে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন, নারী সংহতি জেলার সম্পাদক পপি রাণী সরকার, ছাত্র ইউনিয়ন জেলার নেতা সজীব শরিফ, অর্থ সম্পাদক ইসরাত জাহান সহ সংগঠনের সিদ্ধিরগঞ্জ, মহানগর, ফতুল্লা, ১৮ নং ওয়ার্ড, সরকারি মহিলা কলেজ, সরকারি তোলারাম কলেজসহ নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।