নারায়নগঞ্জ বার্তা ২৪ : বন্দর খেয়াঘাটের অটো চলকরা ও মালিক সমিতির নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতা খান মাসুদের চাঁদাবাজি থেকে রক্ষা পাওয়ার জন্য ১৩ জানুয়ারী বুধবার বেলা ১ টায় থানা ঘেরাও করে ওসির কাছে অভিযোগ করেছে। অটো চালকরা বন্দর থানার ওসি নজরুল ইসলামকে জানান, বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ দলীয় প্রভার বিস্তার করে বন্দর খেয়াঘাটের সিএনজি স্ট্যান্ড দখল করে দীর্ঘ দিন যাবত সভাপতি বনে টাকা হাতিয়ে নিচ্ছে। ব্যাটারী চালিত অটো বাইক আসার পর থেকে খান মাসুদ অটো বাইক থেকেও বিনা রিসিটে প্রতি দিন প্রতিটি গাড়ি থেকে ২০ টাকা করে মোট ১শ’ ৮১ গাড়ি থেকে চাঁদা আদায় করে যাচ্ছে। যা প্রতিদিন ৩ হাজার ৬শ’ ২০ টাকা মাসে ১ লাখ ৮৬ হাজার টাকা চাঁদাবাজি করে হাতিয়ে নিচ্ছে। চালক ও মালিকরা খান মাসুদের অত্যচার থেকে মুক্তি চেয়ে ওসির কাছে মৌখিক অভিযোগ করেন। চালকরা আরও জানান, তারা খান মাসুদের অথ্যাচারে অতিষ্ট। পরে ওসি নজরুল ইসলাম খান মাসুদকে থানায় ডেকে এনে চাঁদাবাজি বন্ধ ও কোন প্রকার যাতে সহিংসতা না হয় সে দিকে খেয়াল রেখে চলার নির্দেশ দেন।