ছাত্রলীগের পোস্টারিং, প্রশাসনের ব্যর্থতা : সাগর

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি এডভোকেট রাকিবুর রহমান সাগর।

এক বিবৃতিতে তিনি এই পোস্টারিংয়ের পেছনে কারা সেল্টার দিচ্ছে তাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি জেলা প্রশাসন ও পুলিশ সুপারকে এ বিষয়ে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।

শহরের তোলারাম কলেজ, চাষাড়া, সরকারী মহিলা কলেজ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে গডফাদার শামীম ও তার ছেলে আয়ান ওসমানের নামে পোস্টার সাঁটানো হয়েছে।

এড. রাকিবুর রহমান সাগর বলেন, ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার দোসররা এখনো ঘাপটি মেরে আছে। রাতের অন্ধকারে নিষিদ্ধ ছাত্রলীগ পোস্টার টানানোর মাধ্যমে নিজেদের জানান দিচ্ছে। এটি প্রশাসনের ব্যর্থতা। প্রশাসন একটু সক্রিয় হলে তাদের গ্রেফতারে বেশি সময় লাগবে না।

তিনি আরও বলেন, ছাত্রলীগ রাতের আঁধারে ভোট চুরি করে এবং এখন পোস্টার টানানোর মাধ্যমে উপস্থিতি জানান দিচ্ছে। তাদের দমন করা গেলে নারায়ণগঞ্জবাসী শান্তিতে থাকতে পারবে। প্রশাসন যদি যথাযথ ব্যবস্থা নেয়, তবে ছাত্রলীগ ব্যাকফুটে চলে যাবে।

এড. রাকিবুর রহমান সাগর প্রশাসনের দুর্বলতাকে দায়ী করে বলেন, আমরা বিগত সময়ে ছাত্রলীগের জুলুম-নির্যাতনের শিকার হয়েছি। নারায়ণগঞ্জবাসী এটি কখনো ভুলবে না। প্রশাসনের কার্যকর পদক্ষেপ ছাড়া এই দোসরদের রুখে দেওয়া সম্ভব নয়।

বিবৃতিতে তিনি সাধারণ মানুষকেও সজাগ থাকার আহ্বান জানান, যাতে কোনো নিষিদ্ধ সংগঠন পুনরায় সক্রিয় হওয়ার সুযোগ না পায়।

add-content

আরও খবর

পঠিত