চেইঞ্জেস স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করলেন জিএম ফারুক

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চেইঞ্জেস স্কুলে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও স্কুলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিএম ফারুক। সোমবার ২৪ জুলাই দুপুরে চানমারীতে অবস্থিত চেইঞ্জেস স্কুলের ক্যাম্পাস ২য় শাখাটিতে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেইঞ্জেস স্কুলের পরিচালক জেসমিন আলী, চেইঞ্জেস স্কুলের উপাধ্যক্ষ সাদিকুর রহামন, এডভাইজার আমিনুর রশীদ মিরনসহ আরো অনেকে।

চেইঞ্জেস স্কুলের চেয়ারম্যান ও শিক্ষানুরাগী জিএম ফারুক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মানুষের জন্য ফল, কাঠ ও রোগ-বালাই মোকাবেলা করতে ফলজ, বনজ ও ঔষুধী গাছ রোপনের গুরুত্ব অপরিসীম। সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে প্রকৃতি। মানুষও হয়ে পড়ছে আতংকিত। তাই শিক্ষার্থীদের পরিবেশের বিষয়ে সচেতন করে তুলতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের শিক্ষাব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে ২০০২ সাল থেকে ভিন্ন ধরনের ইংরেজি মাধ্যম স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নানান কাজ করে যাচ্ছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) ও চেইঞ্জেস স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম ফারুক। স্কুলটির পরিচালক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম আর চেষ্টায় প্রতিবছরই স্কুলটি ভালো রেজাল্ট করে আসছে।

add-content

আরও খবর

পঠিত