চিকিৎসক পরিবারের ১৮জন আইসোলেশনে, অতিউৎসাহীদের অমানবিকতা !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিভিল সার্জনের এক কর্মকর্তার পরিবারের ১৮ জন করোনা পজিটিভ। যেখানে পুরো পরিবারটিই হতাশায় ভুগছে। এরমধ্যে অতিউৎসাহী স্থানীয় কয়েকজন সান্তনার পরিবর্তে ওই পরিবারটিকে এলাকা থেকে বের করার চেষ্টা চালাচ্ছে। সে লক্ষ্যে বাড়িটিতে ইট পাটকেলও ছুড়েছেন, এমন অভিযোগ ভুক্তভোগিদের। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের ফতুল্লা কুতুবপুরের দেলপাড়া এলাকার বাড়িতে ওই ঘটনা ঘটে। এই বাড়িটিতেই আইসোলেশনে রয়েছেন তার পরিবারের ১৮ জন।

ডা. শিল্পী আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে গনমাধ্যমকে বলেছেন, সন্ধ্যার দিকে বাড়িতে কারা যেন ঢিল ছুড়েছে। বিষয়টি আমি প্রশাসনে জানিয়েছি। থানা পুলিশও এসে ঘুরে গিয়েছে। আমাকে প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে পুলিশ এবং সেনাবাহিনী নিয়মিত এখানে আসা যাওয়া করবে।

তিনি বলেন, এখন আমাদের সাপোর্ট দরকার। সহমর্মিতা দরকার। অথচ এলাকাতে হচ্ছে এর উল্টো আমরা এখানকার স্থানীয়। তারপরও এই মানুষগুলো কেন এমন করছে বুঝতে পারছি না। তাছাড়া আমাদের বাড়িটি আগের থেকেই লকডাউন করেছি। কাউকে এখান থেকে বের হতে দিই না। বাইরে থেকেও কেউ ভেতরে আসতে পারে না।

ডা. শিল্পী আক্তার আরও বলেন, বাড়ি রেখে তাদের চিকিৎসা করানো হচ্ছে। অন্য চিকিৎসকেরাও এসে দেখে গেছেন। সার্বক্ষণিক আমি এখানে আসা যাওয়া করবো। আবার অফিসিয়াল কাজও করবো। এই বাড়ির লোক বের না হলে ভাইরাসটি অন্যদের মধ্যে সংক্রমিত হাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও স্থানীয়দের হয়তো কেউ কেউ ভুল বুঝিয়ে আতঙ্কিত করে তুলছে। যা দুঃখজনক।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনাস্থলে পুলিশ পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, ঢিল ছুড়েছে এমন খবর পাইনি। তবে, ডিস্টার্ব হচ্ছে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে পুলিশ আছে।

add-content

আরও খবর

পঠিত