নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নগরীর চাষাঢ়া সমবায় মার্কেটে আকস্মিক অগ্নিকান্ডে চাদঁপুর শাড়ি হাউজের ১২ লক্ষ টাকার মালামাল পুরে ভস্মিভূত । মঙ্গলবার রাতে আলী হোসেনর দোকানে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডের ঘটনায় মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
প্রতক্ষদর্শী সমবায় মার্কেটের নিরাপত্তা কর্মী গোলাম মোস্তফা নারায়ণগঞ্জ র্বাতা ২৪ এর প্রতিবেদককে জানায়, প্রতিদিনের ন্যায় আমি এই মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলাম। মধ্যরাত আড়াইটায় হঠাৎ করেই একটি বিকট শব্দ শুনতে পাই। কিছুক্ষন পরই বিদ্যুত চলে যায়। তারপর আমি লাইট নিয়ে বিভিন্ন দোকানে খোজঁ নিলে দেখতে পাই একটি দোকান থেকে ধোয়া বের হচ্ছে। কিছুক্ষনরে মধ্যেই পুরো মার্কেটটি ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি সন্দিহান হলে আমি দ্রুত ফায়ার সার্ভিস ও মার্কেট কমিটিকে বিষয়টি অবগত করি। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আমার ধারনা যেহেতু মার্কেটটি বন্ধ ছিল আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হতে পারে।
এ ব্যাপারে দোকানের মালিক আলী হোসেন নারায়ণগঞ্জ র্বাতা ২৪ এর প্রতিবেদককে জানায়, আমি এখানে ৮ বছর যাবত ব্যবসা করে আসছি। প্রতিদিনের মত রাতে বিদ্যুতের মেইন লাইন বন্ধ করেই বের হয়েছি। রাতে মার্কেটের দাড়োয়ান মোবাইল ফোনে জানালে আমি মার্কেটে চলে আসি। এ অগ্নিকান্ডের ঘটনায় আমার ব্যপক শাড়ি, থ্রী-পিস সহ অসংখ্য মূল্যবান জিনিসপত্র পুরে গেছে। যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষ টাকা।