চাষাঢ়া শহীদ মিনারের সৌন্দর্য বিনষ্ট করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সম্মেলন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সকল সভা ও আনুষ্ঠানিক কর্মসূচীর মূল কেন্দ্রবিন্দু এখন শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার। অনুমতি নিয়ে বিভিন্ন সভা অনুষ্ঠিত হলেও তা রক্ষনাবেক্ষনে নেই কোন নিয়ম নীতি। এতে করে ক্ষুন্ন হচ্ছে শহীদ মিনারের ভাবমূর্তি, হারাচ্ছে শহীদ মিনারের সৌন্দর্যতা। এমনটায় দেখা গেল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ম জেলা সম্মেলনের রাতের পূর্ব প্রস্তুতি দেখে। নাম জানাতে অনিচ্ছুক শহীদ মিনারে অবস্থানরত একজন পথচারী এর ক্ষুব্দ প্রতিক্রিয়া জানায়, কাজ শেষে বাড়ি ফিরছিলাম হঠাৎ বাম দিকে তাকিয়ে মনে হল চাষাঢ়ার শহীদ মিনারটি উধাও! পরে ভিতরে প্রবেশ করে দেখতে পাই শহীদ মিনারটি ঠিক ই আছে এটাকে ঢেকে দেওয়া হয়েছে লাল কাপড় আর পোস্টার দিয়ে যেন কোন সভাস্থল। পরে কিছুটা সামনে এগিয়ে আসলে দেখতে পাই সিড়িগুলোকেও লাল কাপড়ে ঢেকে রাখার সময় সিড়িতে পেরেক মেরে ব্যর্থ হয়ে ছিদ্র করে ভেঙ্গে রেখেছে সিড়ির বিভিন্ন স্থান। নাম জানাতে অনিচ্ছুক একজন ব্রদ্ধা সচেতন নাগরিক বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদেরই দেশ, বাংলা আমাদের রাষ্ট্রভাষা যার সম্মানের প্রতিকী এই শহীদ মিনার। সভা ও বিভিন্ন কর্মসূচির নামে এটাকে সবাই ব্যবহৃত করছে তাও আবার যা ইচ্ছে তেমনি করে। নেই কোন রক্ষনাবেক্ষনের সুকাঠামো ব্যবস্থা আর সেই সুযোগকে কাজে লাগিয়ে সভার নামে শহীদ মিনারকে অবলিলায় ধ্বংস করছে এদের মত কিছু সংগঠন। তাই এর প্রতিকারের লক্ষ্যে সিটি করপোরেশনের মেয়র ও কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য, ২৬ জানুয়ারী মঙ্গলবার সকাল ১১ টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু করা হবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৭ম জেলা সম্মেলনের আনুষ্ঠানিক সকল কার্যক্রম। উদ্বোধন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইমরান হাবিব রুমন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সজল বাড়ৈ এর সভাপতিত্বে বিকাল ৩টায় আলোচনা সভা ও সন্ধ্যা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এই সংগঠনটি।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত