নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ভয়াল ১৬ জুন, নারায়ণগঞ্জের আওয়মী লীগ অফিসে বোমা হামলার ট্রাজেডি দিবস। দিনটি স্মরণে ১৬ই জুন বৃহস্পতিবার সকাল থেকেই প্রতিকী স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এ হামলায় দু পা হারানো আহত ও তাদের পরিবার সহ নিহতের স্বজনরা। এরপর শ্রদ্ধা জানায় মহানগর আওয়ামীলীগের কয়েকজন নেতৃবৃন্দ, যুবলীগ নেতৃবৃন্দ, সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অনেকেই। তবে দীর্ঘ ২১ বছরেও আলোচিত এ ঘটনার বিচারকার্য শেষ না হওয়ায় হতাশায় ভুক্তভোগীরা।
এ সময় বোমা হামলায় আহত এবং মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি চন্দন শীল বলেন, আমরা ২০ টি তাজা প্রাণকে হারিয়েছি। আহত হয়েছে রফিক ভাই, কামাল ভাই এবং ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর ভাই যাদের কথা একটাই। বিচারটা যেন পাই। ২১টি বছর পার হয়েছে, কম সময় নয়। আমরা অনেবটাই হতাশ। তবে যে দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার বিলম্বিত হয়। সেখানে এটা কিছু নয়। তারপরেও বিচারটা দেখে যেতে চাই। রতন দাস বেঁচে আছেন, আমি বেঁচে আছি। বেঁচে যেহেতু আছি আমাদের একটাই প্রত্যাশা বিচারটা যেন দেখতে পারি। আমরা বিচারটা দেখে যেতে চাই।
এদিকে দ্রুত বিচারের দাবী জানিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি বলেন, ওইসময় স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় ছিলো। আর তাদের সাথে আমাদের দলে থাকা মুখোশধারীরা ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। তাই আমরা আশা রাখি ১৪ বছর ধরে বাংলাদেশ আওয়ামীলীগ ক্ষমতায় আছি। জননেত্রী শেখ হাসিনার আমলেই এ বিচার কার্য সম্পন্ন হবে। তাহলেই স্বাধীণতা বিরোধী শক্তি পরাজিত হবে।
উল্লেখ্য, ২০০১ সালের ১৬ জুন শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগ কার্যালয়ে বোমা বিস্ফোরণ হয়। ওইদিন রাতে এ বিস্ফোরণে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছিল।