নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ সিফাত লিংকন ) : নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় পুলিশের সাহসিকতায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যাওয়ার আগেই ব্যপক ক্ষতির হাত থেকে রক্ষা পেল সাধারণ মানুষ। বুধবার (৩মে) বিকালে সান্তনা মার্কেটের সামনে আগুন লেগে যাওয়ার ঘটনাটি ঘটেছে। এতে কেউ আহত কিংবা কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে চাষাঢ়া এলাকায় এক ট্রাফিক পুলিশের সাহসী ভূমিকায় তৎক্ষনাত আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রতক্ষদর্শীরা জানায়, সান্তনা মার্কেটের সামনে মিস্ত্রিরা শাটার মেরামত করছিল। এসময় হঠাৎ করেই আগুন লেগে যায়। আর সে আগুন ড্রেনেজ ব্যবস্থার স্লাব থেকে উঠতে শুরু করে। ওই সময় স্থানীয়দের মাঝে আতংক সৃষ্টি হয়। আশে পাশের সাধারণ মানুষ ও মার্কেটের দোকানী এবং ক্রেতারা দৌড়াতে শুরু করে।
ওই ঘটনায় আগুন নেভানো ট্রাফিক পুলিশের সাথে কথা হলে জানা যায়, তিনি ট্রাফিক পুলিশের সদস্য শহিদুল ইসলাম। চাষাঢ়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আগুন লেগে যাওয়ার সময় চিৎকার শুনে দৌড়ে এসে অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।