চাষাড়া সোনালী ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা নিয়ে পালানোর সময় ২জন গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : ব্যাংকের ভিতর গ্রাহক রুহুল আমীনের কাছ থেকে প্রতারণা করে ৩ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। আটককৃতদের মধ্যে একজন মহিলা ও একজন পুরুষ। ৩ আগষ্ট বৃহস্পতিবার নগরীর চাষাড়ায় সোনালী ব্যাংকের কর্পোরেট শাখার প্রধান কার্যালয়ে এ ঘটনাটি ঘটে ।তবে প্রতারক চত্রের মেূল হোতা জাহাঙ্গির  পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে চাষাঢ়াস্থ সোনালী ব্যাংকে তিন লাখ টাকা জমা দিতে আসেন উত্তর চাষাড়ার বাসিন্দা আঃ লতিফ হাওলাদারের পুত্র রুহুল আমীন। টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ানো অবস্থায় ব্যাংকের কাউন্টারের সামনে থেকে প্রতারক চক্রের সদস্যরা তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় রুহুল আমীন তার টাকার ব্যাগ দেখতে না পেয়ে চিৎকার করেন। তাৎক্ষনিক প্রতারক চক্রের একজন ব্যাংক থেকে দৌড়ে পালানোর সময় ব্যাংকের নিরাপত্তারক্ষী ও জনগণ মিলে দৌড়ে জিয়া হলের সামনে থেকে সাগর নামে এক প্রতারককে ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সাগর ও বেবী চট্রগ্রামের বন্দর থানাধীণ মৃত আবুল হোসেনের সন্তান। তারা ঢাকার রায়ের বাজার এলাকার জাহাঙ্গিরের বাড়ির ভাড়াটিয়া।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ শরিফুদ্দিন জানান, একটি সিন্ডিকেট প্রতারনার মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা চুরি করে আসছে। এরা সম্ভবত সেই সিন্ডিকেটেরই একটি অংশ। এদের দ্বারা আমরা পুরো চক্রটিকে ধরার চেষ্টা চালিয়ে যাবো। তাছাড়া আজকে এই চুরির ঘটনা ঘটার পাঁচ মিনিট আগে আমি নারায়ণগঞ্জের প্রতিটি থানায় এসএমএস পাঠিয়েছি, যাতে করে মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন অফিসের বেতন দেওয়ার লক্ষ্যে বড় ধরনের টাকা উত্তোলনের সময় পুলিশের সাহায্য নেওয়া হয়। তিন লাখ টাকা চুরি হওয়ার দুই ঘন্টার মধ্যে আড়াই লাখ টাকা উদ্ধার করতে পারা পুলিশের একটা বড় সফলতা। নাগরিক সেবা প্রদানের জন্য আমাদের এই চেষ্টা অব্যহত থাকবে।

add-content

আরও খবর

পঠিত