নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় মো. ফজলু শেখ (৪৮) ও মো. হারুন মিয়া (৪৬) নামে দুই চাঁদাবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। ১১ই ডিসেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সদরে থানাধীন চাষাড়া বঙ্গবন্ধু মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ২টি মোবাইল ও চাঁদাবাজের অর্থ জব্দ করে র্যাব।
১১ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, চাঁদাবাজগণ নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া বঙ্গবন্ধু মোড়ের দক্ষিণ পার্শ্বে পঞ্চবটি যাওয়ার রাস্তার সম্মুখে প্রিমিয়াম ব্যাংকের সামনে দীর্ঘদিন যাবৎ টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক চাঁদা গ্রহন ও গ্রহনের চেষ্টা সহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে দুষ্কৃতিকারী উক্ত চাঁদাবাজরা বলপূর্বক দৈনিক প্রতি গাড়ী হতে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে বলে জানান তিনি। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।