চারটি খাবার হোটেলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ও বাসি খাবার রাখায় চারটি হোটেলকে মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকার ওই খাবার হোটেলগুলোতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এ জরিমানা করেন।

এ ব্যাপারে তিতাস গ্যাসের ইএসএস-এর ব্যবস্থাপক প্রকৌশলী নাসিমুল ইসলাম জানান, উপজেলার বরপা এলাকার বেশ কয়েকটি হোটেলে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার হচ্ছে বলে অভিযোগ পান তারা। পরে মঙ্গলবার সকালে অভিযোগের ভিত্তিতে ইউএনও মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্থানীয় শ্যামল মিষ্টান্ন ভাণ্ডারকে ৭০ হাজার, বকুল মিষ্টান্ন ভাণ্ডারকে ৭০ হাজার, আল্লাহ দান হোটেলসহ ৪টি খাবার হোটেলকে মোট এক লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে আরও উপস্থিত ছিলেন, তিতাসের উপব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ্বাস, উপব্যবস্থাপক রাজস্ব নীলাম্বর কুমার সরকার, সহব্যবস্থাপক সরওয়ার হোসেন ও শরীফ হোসেন প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত