চাঁনমারিতে হেরোইন সহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে ৫০ পুরিয়া হেরোইন সহ তপু (২০) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তপু ঢাকা জেলার যাত্রাবাড়ী থানার রায়েরবাগের বারেক মিয়ার ভাড়াটিয়া মৃত চানঁ মিয়ার পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৬ই জুলাই মঙ্গলবার সকাল ৯টার দিকে অভিযান চালিয়ে ফতুল্লা থানাধীন চাঁনমারিস্থ মডেল কলেজের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আশিক ইমরান সঙ্গীয় ফোর্স সহ চাঁনমারিস্থ মডেল কলেজ রোডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী তপু কে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

add-content

আরও খবর

পঠিত