নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় চাঁদাবাজির সময় হাতে নাতে চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। ৭ই এপ্রিল বৃহস্পতিবার ফতুল্লা মডেল থানাধীন পাগলা বাজারের নিউ মসজিদ মার্কেট এলাকায় সোনারগাঁ রেস্তোরা এর সামনে থেকে বিভিন্ন ধরনের গাড়ী চালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় চাঁদাবাজির টাকা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো : মো. ওলি (৫৬), মো. নাহিদ (২৮), হাসান হাওলাদার (৪০), মো. আইউব আলী (৪০), মো. ইব্রাহীম হাওলাদার (৩৫), মো. কাউসার (৩৫)। অভিযানকালে চাঁদাবাজির নগদ টাকা, চাঁদার রশির বই এবং ৫টি মোবাইল জব্দ করে র্যাব। ৮ই এপ্রিল শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।