নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার অপরাধে তিন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ থানাধীন রুপসী বাসষ্ট্যান্ড ও গাউছিয়া গোলাকান্দাইল এলাকায় অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চাঁদাবাজরা হলো : মো. ওবায়দুল (৪০), মো. সজীব (২৮) এবং মো. আল-আমিন (৩৩)। অভিযানকালে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৮শত পাঁচ টাকা জব্দ করে র্যাব। গ্রেফতারকৃত আসামী মো.ওবায়দুল রূপগঞ্জ থানাধীন রুপসী এলাকার মৃত দীন মোহাম্মদ এর ছেলে, মো. সজীব কিশোরগঞ্জ জেলার সদর থানার পিকুরজোড়া এলাকার মো. শামসুদ্দিন এর ছেলে এবং অপর আসামী মো. আল-আমিন কিশোরগঞ্জ জেলার সদর থানার যশোদল এলাকার মো. বাবুল মিয়ার ছেলে।
৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানাধীন রুপসী ও গাউসিয়া গোলাকান্দাইল এলাকায় বিভিন্ন পরিবহনের ড্রাইভার এবং হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়ি প্রতি দৈনিক ১শত টাকা থেকে ২শত টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। এছাড়া কোন গাড়ির ড্রাইভার বা হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামীরা তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।