নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে সেনাবাহিনীর একটি টিম। আটক শহিদুল্লাহকে (২৮) হাইজাদী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। সে একই ইউনিয়নের নারান্দী উত্তরপাড়া গ্রামের আমিনের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, শহিদুল্লাহ এলাকায় সব রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটাতো বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে আটক করে থানায় সোপর্দ করেছে সেনাবাহিনীর একটি টিম। তাকে শুক্রবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।