চটলেন ছিনতাইকারী : সাথে টাকা রাখোস না কে ?

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে ফতুল্লা থানাধীণ কাশিপুর ঈদগাহ এলাকার আবু সালেহ মোহাম্মদ সোয়েব। তিনি সকাল পৌনে ৮টায় রিকশা যোগে কর্মস্থলে যাবার জন্য বের হয়ে, বাবুরাইল তারা মসজিদ এলাকায় পৌছালে ছিনতাইকারীর কবলে পড়েন। ৪/৫ জনের একটি ছিনতাইকারী দল চাকু ঠেকিয়ে তার সাথে থাকা একটি সামসাং মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মধ্যে একজন মানিব্যাগ চেক করলে দেখা যায় ৮শ টাকা রয়েছে ব্যাগে। তারা যাবার সময় বলে যায়, সাথে টাকা রাখস না কে?

এ বিষয়ে সতর্কতা মূলক পোস্ট হিসাবে ফেসবুকে নারায়ণগঞ্জের জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থানে একটি পোস্ট দেন সোয়েবের স্ত্রী তাহিরা কান্তা। তিনি লিখেন, সতর্কতা মুলক পোস্ট:- আজ সকাল ৭টা ৪৫ মিনিটে আমার হাসবেন্ড অফিসে যাওয়ার সময় বাবুরাই তারা মসজিদের গলিতে ৪/৫ জন ছিনতাইকারি চাকু ঠেকিয়ে আমার হাসবেন্ডের মোবাইল, টাকা নিয়ে গেছে। রিকশায় যাচ্ছিলো। সবাই সাবধানে চলাচল করবেন। সাবিনা হাসান নামের একজন সেই পোস্টে কমেন্ট করে বলেন, আর কোন ক্ষতি করে নাইতো? ছিনতাইয়ের শিকার সোয়েবের স্ত্রী জবাবে লিখেন, না, মানি ব্যাগে ৮শ টাকা ছিলো। বলে সাথে টাকা রাখোস না কে?

একই পোস্টে মোল্লা এ রহমান নামের একজন কমেন্ট করেছেন ইদানীং নারায়ণগঞ্জের অলিতে-গলিতে ছিনতাই বেড়ে গেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।

এর আগেই নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানের সড়ক ও অলি-গলি সহ বিভিন্ন জায়গায় ছিনতাই এর ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা সড়ক কিংবা অলি-গলিতে অন্ধকার ও সুনশান নিরবতা স্থানে যাকে পাচ্ছে তাকেই দা, ছুরি অথবা নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করছে।

এদিকে, সড়কে তেমন একটা আইন শৃঙ্খলার নিরাপত্তা থাকলেও তাদের সামনেও ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়েই চলছে তাদের কার্যক্রম। বিভিন্ন সময় দেখা গেছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটলেও আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার বা আটক করলেও ছেড়ে দেয় এর ফলে সমাজে আইন শৃঙ্খলা বাহিনীর ভয় না থাকার কারনে বেড়ে যায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা।

এছাড়াও শহরের অলি-গলিতে তেমন একটা আইন শৃঙ্খলার নিরাপত্তা না থাকায় দিনে-দুপুরে হচ্ছে ছিনতাই সহ চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে। দিন দিন ব্যাপক ভাবে শহরের ছিনতাইকারীদের উপদ্রব বেড়েই চলেছে এতে করে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারন মানুষ ও ভূক্তোভোগীরা। তাই প্রতিনিয়ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ দৃষ্টি রেখে চুরি ও ছিনতাই উপদ্রব হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং মানুষের আস্থা ভাজন ব্যাক্তি হিসেবে গড়তে সহযোগিতা করবে বলে মন্তব্য ব্যক্ত করেন সাধারন মানুষ।

add-content

আরও খবর

পঠিত