গ্রাম পুলিশকে আমাদের সদস্যই মনে করি : ডিআইজি হাবিব

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) বলেছেন, গ্রাম পুলিশ বাংলাদেশ পুলিশের একটি অংশ। গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে আমরা পুলিশের সদস্য হিসেবে মনে করি। আপনারা নিজেরাই পুলিশ এ কথাটি মনে রাখবেন। গ্রামের প্রান্তিক পুলিশ সদস্য হলো আপনারা।  শনিবার বেলা ১২টায় বন্দর থানা অডিটরিয়ামে  গ্রাম পুলিশদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিআইজি হাবিবুর রহমান আরো বলেন, গ্রাম পুলিশের দায়িত্ব পালন করা ক্ষেত্রে কিছু কিছু গ্রাম পুলিশ গ্রাম্য পলিটিক্সের শিকার হন। আপনাদের সমস্যার কথা আপনাদের ওসিকে জানাবেন। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষা কাজে বাংলাদেশ পুলিশের পাশাপাশি আপনাদের কৃতিত্ব অনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকালে প্রতি সুদিৃষ্ট রয়েছে।  আপনারা থানা পুলিশের সাথে মিলে মিশে কাজ করার আহবান জানান।

মত বিনিময় সভায় তার সাথে ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিয়াদুল কবির বিপিএম (বার) পিপিএম, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম বিপিএম (বার) , নারায়ণগঞ্জ জেলার অতিরিুক্ত পুলিশ সুপার (ক) সার্কেল শেখ বিল্লাল হোসেন। মত বিনময় সভা পূর্বে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান  বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার ও বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা। সভা শেষে ডিআইজি হাবিবুর রহমান তিনি গ্রাম পুলিশের মাঝে উপহার সামগ্রী তোলে দেন। পরে তিনি থানা পরিদর্শন শেষে থানা চত্বরে  ফলজ বৃক্ষ রোপন করে বেলা ১টায় তিনি যথারিতি ঢাকা উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।

add-content

আরও খবর

পঠিত