গ্যাস সিলিন্ডারের ভিতরে ইয়াবা পাচার, র‌্যাবের হাতে গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে বিশেষ অভিযানকালে ইয়াবা পাচারের দায়ে মো.ফিরোজ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। ১৪ আগস্ট সকালে গোপন তথ্যের ভিত্তিতে সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার তল্লাশী চালিয়ে ১৮ হাজার ৪ শত পিস ইয়াবা তাকে আটক করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ২ শত ৩০ টাকা জব্দ করে র‌্যাব।

১৪ আগস্ট শুক্রবার রাতে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিবৃতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মো: ফিরোজ আলম এর বাড়ি লক্ষীপুর জেলার সদর থানাধীন খন্দকারপুর এলাকায়। সে পরিবার নিয়ে সাভারে বসবাস করে এবং প্রাইভেটকার চালিয়ে কক্সবাজার থেকে আসছিল বলে জানা যায়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে যাত্রী পরিবহনের আড়ালে প্রাইভেটকারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় ইয়াবা পাচার করে আসছিল। এছাড়া সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রয় করে আসছে বলে জানা গেছে। এদিকে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালের আগস্ট মাসে বিপুল পরিমান ইয়াবাসহ যাত্রাবাড়ী এলাকা থেকে র‌্যাব-১০ এর অভিযানে মো. ফিরোজ আলম গ্রেফতার হয়েছিল।

add-content

আরও খবর

পঠিত