নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী বলেছেন, দেশে যে বিদ্যুতের সংকট চলছে তা আমাদের সৃষ্ট নয়। এখন গ্যাসের বিরাট সংকট চলছে। তবে মিতব্যয়ী হলে এই সংকট কাটিয়ে উত্তরণ করা সম্ভব। ২রা আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের আওতাধীন এলাকায় ক্যামেরার মাধ্যমে মনিটরিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তৌফিক ইলাহী চৌধুরী বলেন, আজকে যদি ইউক্রেন যুদ্ধ না লাগতো তবে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। আর যদি আকাশচুম্বী দাম না হতো, তবে আপনারা টেরও পেতেন না, বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের কোন অভাব হতো না। ইউরোপের ২দেশের যুদ্ধের খেসারত দিচ্ছি আমরা।
অতিরিক্ত মূল্যে আমদানি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে আমরা সীমিত আকারে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জোর দিচ্ছি আমদানি কমানোর জন্য। ধরুন আগে যেই জিনিস আমরা ৫ টাকায় কিনেছি, এখন সেটা আমরা ৩০ টাকায় কিনতে হচ্ছে। আমদানি ব্যায় বেড়েছে প্রায় ৬ গুণ। ৫ ডলারের গ্যাস এখন ৩০ ডলারে আনতে হচ্ছে। শুধু এলএমজিতেই নয় কয়লার দামও বেড়েছে প্রায় ২ থেকে ৩ গুন। গ্যাস, ফার্নেস অয়েল, ডিজেল ও কয়লার দাম বেড়ে যাওয়ায় বর্তমানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ইউরোপিয়ানদের হাত আছে, এসব পণ্যের দাম যতদিন আকাশচুম্বী থাকবে আমাদের বিরাট চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা আমাদের আছে, গ্যাস সরবরাহের ব্যবস্থা আমাদের আছে।
বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে তৌফিক ইলাহী চৌধুরী বলেন, অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এক্সেস ক্যাপাসিটি আছে, খরচ বাড়ছে এগুলো পরে হিসাবের ব্যাপার। কিন্তু এখন যে মূখ্য চ্যালেঞ্জ আমাদের সামনে তা হল আকাশচুম্বী দাম। আমাদের আয়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, আমরা তো ইউরোপ না। তো আমাদের সব ধরনের ক্রেতাকে সময়মত বিল দিতে হবে, কোন রকম বেআইনী কোন কিছু করা যাবে না। আপনার কোন ধরনের অবৈধ সংযোগ বরদাস্ত করবেন না। অবৈধ সংযোগ কমালে তার সুবিধা পাবেন বৈধ গ্রাহকরা। নারায়ণগঞ্জ যেহেতু শিল্প অঞ্চল সেহেতু এখানে অবৈধ সংযোগ অপসারণ করা গেলে শিল্পে গ্যাসের চাপ আরও বাড়বে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন তিতাসের এমডি হারুন অর রশীদ মোল্লা, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ।